কালসন্দর্ভা, লেখক – অঙ্কিতা, প্রকাশক – কল্পবিশ্ব পাবলিকেশন
একটা টানটান উত্তেজনাময় উপন্যাস। একটি অন্যতম সেরা অকাল্ট থ্রিলার। ইতিহাস, রূপকথা, তন্ত্র, জ্যামিতি – সবকিছুর একটা অভিনব সমাহার। গবেষণা ও কল্পনার দূর্দান্ত মিশেল। লেখিকার লেখনীতে বেরোনো এটি প্রথম বই বোঝাই যায় না!
একবার পড়া শুরু করলে উঠে অন্য কাজে যাওয়া মুশকিল। একেকটা চ্যাপ্টার শেষ করেছি আর মুখে বলেছি – “ওয়াও!”
আমার একটা কঠিন সময়ে মনটা স্থির রাখতে সাহায্য করেছে এটি। ধন্যবাদ লেখিকাকে। বইটি চরম সুখপাঠ্য।
লেখিকার কলম থেকে উঠে আসুক এরকম আরো লেখা। নীলকমল ও নতুন রৌম্যপিশাচ-টিকে নিয়ে একটা সিক্যুয়েল তো আশা করতে পারি… ☺️