তোমার আমার গল্পেরা – দ্বিতীয় পর্ব; লেখক – ডাঃ পল্লব বসু, ডাঃ ধরিত্রী গোস্বামী, অশোক মজুমদার, অভিজিৎ দাশগুপ্ত, বলাই দাস, অভিজিৎ মান্না, স্বাতী বেরা প্রামাণিক, দীপক আদক; প্রকাশক – বার্ণিক প্রকাশন
অনবদ্য সকলের লেখা। কয়েকজনেরটা আমি বিশেষভাবে বলি –
#পতি_পরম_গুরু। ধরিত্রী গোস্বামীর লেখা আমি আগেও পড়েছি। ওঁর সকল লেখাতেই যেন যাদু আছে। পড়লেই মন্ত্রমুগ্ধের মত মাথায় আলোচ্য বিষয়ই ঘোরাফেরা করতে থাকে। এটিও ব্যতিক্রম নয়। সুন্দরভাবে একটি মেয়ের সারাজীবনের কষ্টের কাহিনী সাড়ে নয় পাতায় তুলে ধরেছেন।
#অনুভূতির_অন্তরালে। বলাই দাসের লেখা। পুরোনো প্রেমকে নতুন করে ফিরে পাওয়া! নিজের জীবনের মজাটা গল্পের মাধ্যমেই নিলাম আর কি…
#একটা_ল্যান্ডফোন_ও_কিছু_কথা। অভিজিত মান্নার লেখা। লোভ, ঈর্ষা, প্রেম, অভিমান… গল্পটি পড়তে পড়তে সারা শরীরের লোম খাঁড়া হয়ে উঠছিল বারবার, হাত-পা ঠক্-ঠক্ করে কাঁপছিল। চোখের এদম সামনে বইটি এনে গল্পটি শেষ করেছি। একটা ছোট্ট ভুল ধরা পড়ল একটি চরিত্রর নামের ক্ষেত্রে, তাছাড়া গল্পটা শিহরন জাগিয়ে দেয়। স্বচ্ছভাবে চোখের সামনে ভাসে সমস্ত চরিত্রের অভিব্যক্তি!
#অভাগী। স্বাতী বেরা প্রামাণিকের লেখা। এক অভাগীর আখ্যান লিখেছেন সুন্দরভাবে।
এছাড়াও সকল লেখক লেখিকাদের গল্প মনে দাগ কেটে যায়। বইটি সত্যিই সংগ্রহযোগ্য।