অবশেষে দেখলাম ‘হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী’।
আশা করি এতদিনে সকলেই দেখে নিয়েছেন। কার কেমন লাগল বলতে পারেন কমেন্ট বক্সে। আমি শুধুমাত্র বলছি আমার কেমন লাগল।
প্রথমেই বলে রাখি, যারা এটিকে ‘হীরক রাজার দেশে’-র সাথে তুলনা করেন – আমি তাদের সুস্থতা কামনা করি। 😊🙏
হীরক রাজার দেশে (multi layerd) =/= হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী (single layerd)
এটি একেবারেই বাচ্চাদের সিনেমা নয়। আমার মনে হয়না কোনো বাচ্চা এতে দর্শিত রাজনীতি সম্পর্কে একটুও ওয়াকিবহাল! বাচ্চাদের সিনেমার মোড়কে এটি কয়েকজনের একটি নির্দিষ্ট দলের বিরুদ্ধে নিজেদের মনোভাব উপস্থাপন করার একটি মাধ্যম মাত্র।
রাজনৈতিক ব্যাপার-স্যাপার দূরে রেখে যদি শুধু সিনেমার কথা বলি – তাহলে গল্পটা খুব ছোটো এবং ভালো, যা আরো ভালোভাবে উপস্থাপন করা যেত যদি শুধুমাত্র একটা নির্দিষ্ট বিষয়ের উপর জোর দেওয়া না হত।
সকালেই দুর্দান্ত অভিনেতা, তাই ওদিকটায় আর গেলাম না।
পুরো সিনেমায় মাত্র দু-একটা ইংরেজী শব্দ একেবারেই বেমানান, এবং শ্রুতিকটূও বটে। হিন্দিটা মানিয়ে নিতে পারলেও, ইংরেজীটা কানে বাজল। Chinese-কে ‘চৈনিক’ বলা গেলে Honeymoon-কে ‘মধুচন্দ্রিমা’ বলা গেল না কেন?
আরেকটা ব্যাপার যেটা আমার বোধগম্য হল না, সেটা হচ্ছে – ‘রোগা মানুষকে শূলে চরানো যায় না’ এটা কেন যদি কারুর জানা থাকে তাহলে আমাকে জানাবেন।
এই চলচ্চিত্র রূপায়ণে যেটা আমার সবথেকে ভালো লাগল, সেটা হল – গোটা টিমের প্রচেষ্টা এবং প্রযোজক মহাশয়ের সাহস। সেইজন্য এঁদের কুর্নিশ। বাংলায় এরকম সিনেমা খুব একটা আসে না, তাই কিছুটা আশাহত মন নিয়েও… 🙏