ভুবন বাদ্যকর, তাঁর ‘কাঁচা বাদাম’ গানটা ভাইরাল হয়েছে। তাঁর গানের উপর ডিজে রিমিক্স, লো-ফি, ভাঙরা, মেটাল, ইন্সটা রিল, অ্যানিমেশন সহ এক গুচ্ছ কন্টেন্ট তৈরী হয়েছে এবং সেগুলোও ভাইরাল হচ্ছে। সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট ক্রিয়েটররা উপার্জন করছেন তাঁর কাজ নিয়ে। অথচ যে স্রষ্টা – তাঁর উপার্জন শূন্য।
তিনি কিন্তু মূলত উপার্জনের জন্যেই বানিয়েছিলেন এই গান (তবে অন্যে ভাবে, তাঁর পেশা ভিত্তিক কারণে)। গানটা বানানোর সময় ভাবতেও পারেননি ভবিষ্যৎ এরকম হবে।
তাঁর গান খারাপ, ভালো – যাই হোক; কিছু মানুষ সেটার প্রতি আকর্ষণ অনুভব করেছেন বলেই আজ সেটা ভাইরাল হয়েছে। এখন তিনি তাঁর কপিরাইট দাবি করাতে সোশ্যাল মিডিয়ার এক অংশ খিল্লিতে ফেটে পড়ছে।
কেন?
একজন নিম্নবিত্ত, প্রান্তিক মানুষ, যিনি গানটির আসল স্রষ্টা – তিনি তাঁর লভ্যাংশ, তাঁর অধিকার বুঝে নিতে পারেন না?
আমি কারোর সাথে তুলনা করছি না, তবে একটা কথা বলতেই হচ্ছে – কিছুদিন আগেই এই বাংলাবাসী ‘বাদশা’র বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিল, সে ‘রতন কাহার’কে না জানিয়েই তাঁর গান ‘লাল গেন্দা ফুল’-এর রিমেক করেছিল বলে।
তাহলে এইবার এত খিল্লির কারণ কী?